এমপির সঙ্গে তর্কে সেই অতিরিক্ত পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ছবি
  বরগুনা জেলা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় প্রত্যাহার করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান। মহরম আলীকে দায়িত্ব থেকে সরিয়ে যুক্ত করা হয়েছে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে। ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, ‘সার্বিক দিক বিবেচনা ও তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’ ডিআইজি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘বরগুনার ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। ওই ঘটনায় পুলিশের পেশাদারিত্ব কতটা ছিল, ঘটনাস্থলে কী কী হয়েছে তার সব কিছুই তদন্ত করা হবে। ছাত্রলীগের দু’টি ধারার এক পক্ষ পুলিশের প্রশংসা করেছে, আরেক পক্ষ সমালোচনা করেছে। পুলিশ তার নিরপেক্ষ অবস্থান থেকে সবকিছুর তদন্ত করবে।’ এদিকে জাতীয় শোক দিবসে বরগুনা-১ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সামনেই ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে গতকাল রাতে বরগুনা প্রেসক্লাবে একটি শোক সভায় বরগুনা-১ আসনের এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ‘পুলি...

স্বাধীন বাংলা ফুটবল দলের স্মৃতি জড়িয়ে আছে এই ছবিতে






স্বাধীন বাংলা ফুটবল দলের স্মৃতি জড়িয়ে আছে এই ছবিতে।

আগামী ২৮ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে রায়হান রাফির ‘দামাল’। মুক্তির আগে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হলো ছবিটির। আজ মঙ্গলবার সন্ধ্যায় ছবিটির অফিশিয়াল ট্রেলার প্রকাশিত হলো। প্রায় দুই মিনিটের ট্রেলারে সিনেমার প্রেক্ষাপট ধরার ইঙ্গিত আছে। যেখানে দেখা যায়, একদিকে যুদ্ধের সময়কার ভয়াবহতা, অন্যদিকে ফুটবল মাঠে জয়ের মিছিল। স্বাধীনতাযুদ্ধের সঙ্গে ফুটবল মাঠের একটা যোগসূত্র খোঁজার চেষ্টা।
রাফি জানালেন, এরপর পর্যায়ক্রমে ছবির গান ও প্রেক্ষাগৃহের জন্য সাড়ে তিন মিনিটের এটি ট্রেলার প্রকাশিত হবে। বলেন, ‘আজ থেকে আমরা ছবির প্রচার শুরু করে দিলাম। পর্যায়ক্রমে ছবির অন্য বিষয়গুলো মুক্তির আগে প্রকাশ করব আমরা। এবারে ছবির প্রচার নিয়ে অন্য রকমের পরিকল্পনা আছে।








আগামী ২৮ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে রায়হান রাফির ‘দামাল’


রাফি আরও জানালেন, এটি তাঁর একটি ড্রিম প্রজেক্ট। মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর প্রথম কাজ। এ কারণে মুক্তির আগে ছবিটির খবর যাতে সারা দেশে ছড়িয়ে যায়, সে জন্য অন্য রকম প্রচারের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তাঁরা। তিনি বলেন, ‘ছবিটির প্রিমিয়ার শো করার ইচ্ছা ঢাকার বাইরে যশোর মণিহার হলে। তা ছাড়া ছবিতে পাঁচটি গান আছে। গানগুলোও গেয়েছেন মমতাজ, কনা, ইমরান, প্রীতম। তাঁদের নিয়ে ঢাকার বাইরে কনসার্ট করার পরিকল্পনা করছি। এসব জনপ্রিয় শিল্পীর আহ্বানে সাড়া দিয়ে দর্শকেরা ছবিটি দেখতে আরও বেশি উৎসাহিত হবেন। ছবিটি মুক্তির আগে একটা হইচই তৈরি করা যাবে।









নির্মাতা রায়হান রাফি
ছবি : ফেসবুক থেকে
রাফি বলেন, ‘“দামাল” নিয়ে আরও বেশি আশা করছি। কারণ, এর গল্প বাংলাদেশের জন্মের সঙ্গে যুক্ত। স্বাধীন বাংলা ফুটবল দলের স্মৃতি জড়িয়ে আছে এই ছবিতে। ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করেছে। যেটি ইতিহাসের অংশ। যে গল্প দর্শক উপভোগ করবেন। দেখে আবেগপ্রবণ হবেন।’

শিশুসাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও নাজিম উদ দৌলা। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’-এ অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরীফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মধ্যরাতে হলের তালা ভেঙে ছাত্রীদের বিক্ষোভ, উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

এমপির সঙ্গে তর্কে সেই অতিরিক্ত পুলিশ কর্মকর্তা প্রত্যাহার